Header Ads

হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস


তুমি কি জানো ভালোবাসা কাকে বলে? 
নীরব দহন ছুঁয়েছে কখনো তোমায়? 
যদি সত্যি বাসতে কখনো ভালো,
জানতে তবে কলম্বাসও দিক হারায়।

আমায় সকাল ভেবে ভুল কোরোনা
আমি রাতের কালোয় চমকে দেওয়া মেঘের আলো


সে আমাকে উড়িয়ে দিল পাতার মতো
একটুখানি উড়েই দেখি ঝরতে হবে
আমার এখন ছাই দেখে আর ভয় লাগে না
আগুন এলে আবার জানি পুড়তে হবে.

গভীর রাত, তিনটে প্রায় ঘড়ির কাঁটায়
একটা ছেলে চোখ খুলে থাকে; 
কষ্ট পেয়েছে বোধহয়!
কষ্ট পেলে সব চেহারাই
সরীসৃপের মত দেখায়....

হাতে সময় থাকে না প্রায়।
সত্যিকি তাই?
নাকি খালি হাত খালিই থাকে;
শুধু অজুহাতে জুটে যায়!!

সব অজুহাত গোপন করে ভিজলো মাটি
সেই মাটিতে সবুজ পাতায় প্রথম আলো
বাড়তে বাড়তে আকাশ ঢাকে সেই চারাগাছ
ইতিহাসও এমনি করেই জন্ম নিলো...

আদরের ভারে ঝুঁকে পড়ে বাহুডোর
ক্ষনিকের সেই ভালোলাগা ভেসে যায়
নাকে মুখে লেগে লোহার গ্রীলের দাগ
ব্যালকনি তুমি কিসের অপেক্ষায়...

দিন গুনে গুনে খয়েরি হচ্ছে পাতা
পা ফেলে ফেলে নিশব্দে হেঁটে যাই
তোমার মনটা এখনও অনেক দূর
কথা জুড়ে জুড়ে সেতু বানাচ্ছি তাই..


তালু ছিল আলুথালু বনফুল ঝরতো
কবেকার চুম্বন ব্যাথা হয়ে থাকতো
কতমন ভেসে যায় ডুবে যায় বহুতল
কতদিন শ্বাসমুলে লেগে ছিল নোনা জল.


ভেসে যাচ্ছে পাশের উপত্যকা
জানলা জুড়ে একমুখি কিছু হাওয়া
শর্তমেনে জড়িয়ে থাকছো ঠিক
মনখুলে কি হচ্ছে দেওয়া নেওয়া.

যদি থেকে যাওয়া যায় এইভাবে
যুগ-যুগ ধরে নদীনালা বেয়ে 
চেনা ভুলত্রুটি দুরে সরিয়ে
আলোর দিকে মুখ উঁচিয়ে...


সব ঠিক আছে' বলে চলে যায় হাওয়া
আসলে যে ঠিক নেই
রোদ ঝলমলে দুপুরেরা জানে
বৃষ্টি আসবেই.


কানপেতে থাকি শূন্যতা নিয়ে
অতীতের কিছু ভুল
এই ভিজে যাওয়া আর কিছু নয়
ভুলেরই মাশুল...


বয়ে চলা শেষপ্রহরে
ঘন কুয়াশার ভোর
একদিন সব ঠিক হবে ঠিক
পেয়ে যাব উত্তর...


শহর এখন পুড়ছে তাপে
সবার এখন চাতক পাখির ঠোঁট 
বৃষ্টি আসুক তোমার গানে 

ভিজবো সবাই মিটবে সবার ক্ষোভ



অকৃত্রিম ভালোলাগা আমার থাক
নিয়ে যাও জল না চাওয়া শো-পিস
লজ্জার লাল রঙ আমার থাক
নিয়ে যাও মন ভেঙে দেওয়া বিকেলের কার্নিশ....


এখনও রোজ জলের অতলে মেঘ ডুবে যায়
যাযাবর হয়ে ঘুরপাক খায় হাওয়া
প্রতিদিন যত মনের মিলন হয়
তারই অনুপাতে বাড়ছে এ গান গাওয়া..


সময় দিয়েই আমরা দুজন
দুই পৃথিবী জুড়তে চাই
ঘুরছো তুমি ঘুরছি আমি
এক আঙিনায় আসছি কই...


তুমি ধূসর আলোয় দাঁড়িয়ে ছিলে
নরম হাতে বৃষ্টি নিয়ে
মন খারাপের সব symptoms
সারিয়ে দিলে দৃষ্টি দিয়ে....


দুদিকে গাছে সাজানো পথ
আকাশের ছাদ
হাওয়াদের অনুপ্রবেশ
দৃষ্টিজুড়ে তোমার ছদ্মবেশ.....


প্রতিদিন ঘরে ফেরে একশোটা মুখ
জীবনের ধুলোবালি লেগে তার গায়
কতদূর যেতে পারে একলা শামুক
একটু স্র্রোতের টান সেও বুঝি চায়.. 21MAY 18

কোন মন্তব্য নেই

Thank you, please stay with us

Blogger দ্বারা পরিচালিত.